ন্যাশনাল হাউজিং ফাইনান্স-এর ২৫ বছর পূর্তি উদ্‌যাপন


বাংলাদেশের বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স (পিএলসি) এর ২৫ বছর পূর্তি উপলক্ষে, সোমবার (২০ আগস্ট, ২০২৩) একটি সম্মেলন ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এর কর্পোরেট হেড অফিস ও সকল ব্রাঞ্ছে উদযাপিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান, মোঃ মাহবুবুর রাহমান, কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং কোম্পানির অগ্রগতি ও উন্নতির জন্য এবং ভবিষ্যতের আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন নতুন পরিকল্পনা প্রণয়নে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও, ৩৩ বছরেরও বেশি সময় ধরে দেশের ব্যাংকিং খাতে কর্মরত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পরিচালক, কর্মকর্তা, সাক্ষাৎকার গ্রহণকারী ও কর্মচারীগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Top